পৃথা রায় চৌধুরী

preetha








ফলাফল





তোকে খুঁজতে খুঁজতে কেমন সারাটা দিন উলের বল হয়ে গেছে
খেয়াল করা হয়নি,
নির্বিকার মুখে পুরনো দেওয়ালে পেন্সিল ঘষে বলিস, এই হাসি
আটকে রাখিস সমস্ত ভাঙ্গা ঢেউ।

অভিশাপ বত্রিশ করাতের বেড়া ভেঙ্গে বেরোলে
মিথ্যে হয়ে যায় স্বয়ং ধর্মরাজ
অপেক্ষার প্রহর জুড়ে থেকে যায় শুধু খেয়াল রেখো
কথা চলে যায় কোনও টুকরো টুকরো রাত্রি জুড়ে
নবাগত জালিক চাহিদায়।

জলের বিষে জরিমানা হয় বিচারাধীনের
আঁচড় কেটে দাগী করে গেছে
কোনও ঝড়ের নেশাতুর তাণ্ডব...

পঞ্চত্বের মুখ থেকে লালা টোপানো দেখে
রাতবাতি আঁকতে বসে ঠকে যাবার আলপনা
পচা শামুকের খোলায়।



পৃথা রায় চৌধুরী পৃথা রায় চৌধুরী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.