মৃন্ময় ঘোষ

mrinmoy




লেডিজ সীট 
                         

জ্যামজমাট 
কোলকাতায় 
টুক্  প্রেমের 
হাতছানি।

আড়চোখের 
আশকারায় 
লেডিজ সীট
আশমানি। 

যাত্রাপথ 
দীর্ঘ হোক
দৃষ্টিবান 
সঙ্গে থাক।

আর দেখা 
নাই বা হোক 
এই তো বেশ
পূর্বরাগ। 

গাড়ীর ভীড়
ধীর গতি
রোককে ভাই
শিয়ালদা। 

নামতে চাই
এখানটাই
পথ ছাড়ুন 
ও বড়দা।





মৃন্ময় ঘোষ মৃন্ময় ঘোষ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

৪টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.