যাব কষ্ট ভুলি
তোমার অশ্রুধারায়,
আমার ঘর ভেসে যায়,
আমার সম্পদ হারায়,
তবুও প্রাণ বাঁচতে চায় ।
তোমার অশ্রুধারায়
আমরা ভেসে যাই,
আমরা কষ্ট পাই,
তবুও বাঁচতে চাই।
তোমার অশ্রুধারায়,
আমার সমস্যা বাড়ায়,
তবুও বাঁচবো এ ধরায়,
তাই মুখে হাসি ছড়ায়।
তোমার অশ্রুধারায়,
হাত পেতে বলি ,
এনেছোকি পলি ,
তবেই যাব কষ্ট ভুলি ।
অপকারের সেই বাসা
কলা নাকি উপকারি
দেহের শক্তি রাড়ে
এ কারনেই কাজগুলো
সহজে করতে পারে
কলার খোসা ফেললে
গরু ছাগলে খায়
চিবিয়ে চিবিয়ে ওরা
কত্তো মজা পায়
রাস্তাতে কলার খোসা
ফেলে রাখলে ভাই
পিছলে ঘটলে দুর্ঘটনা
কোন উপায় নাই
নিরাপদে রাখতে হবে
এই কলার খোসা
খোসাতেই লুকিয়ে থাকে
অপকারের সেই বাসা ।
জীবন
কাঁচের মতো জীবন
ভাংগে টোকা দিলে
চুর্ন বিচুর্ন হয়ে
মাটিতে গিয়ে মিলে
স্বপ্নের এই জীবন
হয়না দেখা বাস্তবে
স্বপ্নরা থাকে স্বপ্নতেই
সেথায় পড়ে রবে
শুকনো পাতার জীবন
ঝরে দুলে দুলে
রয়না প্রাণ সেথা
দূর্বল হয় বলে ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন