জয়া চৌধুরী

jaya





বিপ্লবী



আমি বাপু দারুণ ব্যক্তি
বিশ্বজান্তাও বলতে পারি
তোমার কাজের মোটিফ কী কী
এ শম্মা জানি গোপন খতেন।
এট্টু খানি ওদিক গেলেই
কোঁচা যায় গো কাছাও ভোগে।

নাবাল জমির সুলুক মেপে
পা টি ফেলি উদার বেশে
তুমি আমাকে মান দাও নি
আমার জবাব ছত্রে ছত্রে
আমায় যদিই চৌকি দিলে
সাইজ ছোটয় মনটা বুঝি

এতেক কথন মিটলে পরে
ঝাঁপিয়ে অগাধ কবতে জ্বরে
হু হু করে কাঁপতে থাকি
হাঁকর পাকড় পা টি ধরি
এইবারটি চান্স দিও ভাই
তোমার বিশাল মৃগ ভূমে।


জয়া চৌধুরী জয়া চৌধুরী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.