শর্মিষ্ঠা ঘোষ















গুজব ও আইডল 


হঠাৎ হঠাৎ এক একটা মৃত্যুর গুজব শুনে ফেলে কান
নড়েচড়ে বসি
হাই তুলতে তুলতে চোখ ডলতে ডলতে ফুরিয়ে ফেলতে ফেলতে
নিজেকে হঠাৎ দামী ঠেকতে থাকে
‘এ জীবন লইয়া কি করিব ?’, ভেবে ভাবাই ছেড়েছিলাম একদা
আবার কাচ্চি বিরিয়ানি কিম্বা ইরানি চায়ের ইচ্ছে ফিরে আসে
আয়নার কাঁচে নুন আর খবরের কাগজ ঘষি
ঝকঝকে ছবি পড়ে মার্কামারা অচেনা
এই কি হতে চাওয়া ছিল আজন্ম ?
এই হবার জন্য এতশত ভূমিকা ?
পাশে দেখা দেয় আরেকজনের হাত পা ফ্যান্সি ড্রেসের মুখোশ
তার দিকে এক হাত বাড়াতে বাড়াতে অন্যহাতে সামলাই নিজস্বির এলোমেলো অ্যাপিয়ারেন্স
মেকওভার শেষে দুজন মুখোমুখি হয়
দ্বিতীয়জনের মুখোশ খুলে বেরিয়ে পড়ে আমার একদা আইডল



শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.