হরিশঙ্কর রায়












বেগুনী পা'জামা




বেগুনী পা'জামায় ঈশ্বর ডুবে থাকে
চরম সুখে ঈশ্বরী কেঁদে দেয় ; আর
যা-কিছু 'প্রথম' সেই ভাল জানে
ভালবেসে, ভালবেসে ।


সে ভুল করে না তবু
গত জনমের মহাসুখ
জন্ম-জন্মান্তরে কেঁদে যায় ;
ভুল এবং ভুলে যাওয়া ইতিহাস
ইহজাগতিক চোখে কালবোশেখির মত তেড়ে আসে ।


কেন্দ্রবিন্দু থেকে পতন হলে
বিষণ্ণতায় ছেয়ে যায়,
আর পার্থিব ঈশ্বরী প্রতিবাদী হয় ;
খুঁজে নেয় রক্ষা-কবচ ।


আলো-আঁধারির দর্শনে
প্রেম অন্তরঙ্গতা খুঁজে পেয়েছিল বলে
বেগুনী পা'জামা লালফিতায় বাঁধা থাকে না ।


অতঃপর প্রকৃতি এইসব মানবিক গেটপাস দিয়ে দেয়
স্মৃতিকথা ভুলে যাওয়া ঘুম নেমে এলে
আবেগি, আবেগি রাতে ।


এক জীবন তো সল্প সময়
আবেগি ঘুম এলে পরে
বোধ ও বোধিসত্ত্বের মাথা খেয়ে
ঈশ্বর-ঈশ্বরী একত্ববাদে বিশ্বাসী হয় । আর
বেগুনী পা'জামা কালের সাক্ষী হয়ে ডাস্টবিনে পঁচে যায় ।


হরিশঙ্কর রায় হরিশঙ্কর রায় Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.