
খুদা কি মর্জি
শরীর শরীর করে ভালোবাসাকে তুচ্ছ করে দাও তুমি
শরীর এটা মন ওটা এইসব কথার কি দরকার ?
একান্তে নিজের কাছে তুমি কি বলতে পারো আমাকে তুমি কি ভাবে চেয়েছো?
কি রূপে পেলে তোমার নাভিমূল থেকে উঠে আসা তৃষ্ণা জল পেয়েছে?
তৃষ্ণা একটি বুদবুদ মাত্র
তোমার প্রাণ মথিত করা আদর পাবার পরেও বাকী থেকে যায় আরও চাওয়া
আমার বুকের ভেতর তুমিই থাকো সেই কবে থেকে
আমার শরীরেও তো তোমাকেই নিয়ে থাকি!
কোনটা আগে আসবে বা কোনটা পরে সেকথা ভেবে মাথা খারাপ করব
এমন বান্দা নই বিলাবল
রোজ আমি তোমায় চাইব, গ্রহণ করব আর
রোজ আমি তৃষ্ণায় মরব
এমন নিয়তি তুমিই যখন লিখেছ তো
ওহি হোগা যো মঞ্জুর-এ খুদা।
সাড়া দাও
স্থবির হয়ে যাওয়া শ্বাস
রেচক কুম্ভক হতে তবু রাজী
দীপে নিভে যেতে পারে ভয়ে
হাত বাড়ায় না সহজ
একখন্ড কাঠকে লৌহ মুঠিতে চাপলে
ভাসবেই অমোঘের নৌকো
তাতে ঝোলান থাকবে মাল্লার পিদিম
আর ঝাল ঝাল শুঁটকির ভর্তা
পৃথিবীটা নেহাত মন্দ নয়
শুধু অপেক্ষা হাত বাড়ানোর।
জয়া চৌধুরী
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন