
তোমার কথা
আমার কথা আকাশ ছুঁয়ে
তীব্র স্বরে আছড়ে পড়ে
মুহুর্তের আবেগ ঘন
জীবনের সন্ধিক্ষনে
নীরব রাতে ফুলের জটে
শব্দ হারায় ঝুড়ি বটে
তোমার কথায় সুরের আকাশে
আমার তারা হাসে
কখন যেন ঘুম ভাঙে
মুচকি হাসি ঠোঁটের কোণে
সন্দেহের ঘেরাটোপে
চোখের জল হাসে
শব্দ মালায়
প্রজাপতি
ভালোবাসো তাই ভালোবাসি
বাসার খোঁজে দিনরাতি
চোখের মণি সাজে
আমার কথা আকাশ ছুঁয়ে তীব্র স্বরে আছড়ে পরে
স্পন্দন হীন বাতির ঝাড়ে
কখন যেন আগুন জ্বলে ...
মহুয়া চক্রবর্তী
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Asadharon.....ei tmr lekhar agun ta k nivte Diona....I m proud of u my dear...god bless u
উত্তরমুছুন