কচি রেজা









বানর নাচুনি আয়না 




ওই যে গেলাসভর্তি বরফ তাকে তুমি শীতকাল বলো
যে কারনে আমার কিছু যন্ত্রপাতি কিনতে হয়
বানর-নাচুনি আয়নায় মুখ দেখে বুঝি
বলগা হরিনের মত নিবিষ্ট ঘা কেনো মানুষের চোখে
অতি অনিদ্রায় কেবল চোখ নয়
নুড়িখন্ড হয়ে শয্যায় উজ্জ্বল হয়ে থাকে ভুল বোঝার মুদ্রাও
আমিত মৃত্যু ছাড়া  অন্য কোনও নেশাও করিনা
খালি পা , মেঠো পথ
কুয়াশাকে বিলীন করে দিয়েছো একেবারে
ঠান্ডা ফুরিয়ে গেলে
নিজের মোটা সোটা দেখছি ম্যানসাইজ আয়নায় ...



কচি রেজা কচি রেজা Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.