ঐশী দত্ত












খোদাই শিল্প



ছুঁয়ে যায় ছোঁড়া ফুলমালা
শাদা কালো সংসারী শাড়ি

নারীর সৌন্দর্য কী গভীর উচ্চারণ !

বিবর্ণ নীরবতায়
চৈত্রের শেষ রোদ্দর
বৈশাখী আলোয় প্রথম ঝড়

মুচকি হাসির টলটলে পিপাসায়
যেন গ্লাসের জলে রাত,

চুমুকে চুমুকে ভোর
ভিতরে ভিতরে নিরগল
বাহিরে বাহিরে নির্মল;
শাদায় শাদায় সজনে ফুলে
যেন ভেসে যাওয়া অ্যাঞ্জেল জলপ্রপাত।

এইসব উচ্চতর অভিজ্ঞতা ভাগাভাগি করার আগে,

বেঁকে যাওয়া মানুষের
স্নায়ু ছুঁয়ে,
জোব্বার গায়ে জড়িয়ে রাখ ধুতি

মঙ্গলময় পৃথিবীর মৃদু সুরে
মন্দিরের গায়ে খোদাই করো মসজিদ;
দু'চোখ ভরে দেখুক তা
অলক রায়
তোমার খোদাইশিল্প ঈশ্বরকে কাঁদায় না হাসায় ।


মধ্যবিত্ত সময়



কতদিন দেখা হয়না জীবন
একটা ভোর কীভাবে সূর্যের আলোয়,
সকাল ঢেলে মাছ ধরে দুপুরে।

দুঃখ জানে না এই শহরের মেয়ে !

ও আমার বর্ষামঙ্গল,
এ যেন পোয়াতি মেঘের জল
খালের কাছে পিপাসা গড়িয়ে
কীভাবে বিব্রত করো প্রেমিকের মন?

হাতের তালুয় মৃত গাঁদাফুল
শ্বেতবর্ণ কপালে খেলা করে
অবাধ্য চুল,
গোবর দিয়ে ঘুঁটে তৈরি করতে করতে
শাহানার নিম্নবিত্ত পরিবার;

মোড়লবাড়ি থেকে পাওয়া খুদ
আর স্নেহের খুদের জাউ
সন্তানের প্রবল জ্বরে
কান্না জুড়ে থাকা একেকটি রাত
কখনো দেখেনি উচ্চবিত্তের জাত !

উচ্ছলিত কোমলতা,
পতনপ্রয়াসী মনযোগ সেই সন্ধ্যায়
দাদুর হুঁকোয় গুড়গুড়ি
পাঁচিলের গা ঘেষে মৃত্যু;
একটি মানুষের চলে যাওয়া
গড়াগড়ি খাওয়া জাম্বুরা ফল
শৈশবে আমাদের ফুটবল।

বর্ণীল খোলস,
যৌতুকের ঘোরে জ্যন্ত অমানুষ
ভোর হ'তেই ঝরা ফুল
দু'টো বিচ্ছিন্ন পা;
বিষণ্ন আকাশ বিগত ব্যথায়
মেয়ের প্রতিশোধ এখনো চূড়ান্ত
মনে রেখ,
এই শহরের ছেলে জীবন দত্ত !


ভাবনায় খোঁজে



সেখানেই তো আছো তুমি
তোমার সঙ্গে পরিমেয় আলো

ধূলিম্লান হাওয়া গাছের ছায়া
আর সেইসব স্বাধীন যুবতী

যারা এ-ওর কাঁধ ছেড়ে ছেড়ে
ভোরের বুকে হাসে তপ্ত রৌদ্রের মতন।

যে ঘাস নিয়মিত জন্মায়
ভুদৃশ্যের মাঝ দিয়ে যে আলো

জন্মের উদ্দেশ্যে যে পথ হেঁটে যায়
যে জীবন চোখ মেলে,
আত্মসচেতন বুকের শঙ্খ বাজিয়ে
সদ্যজাত যে প্রেম;
এদিক-সেদিক জাগাতে জাগাতে
আঘাতে দেয় সুরসুরি
সেখানেই তো আছো তুমি ।

শুধু রোদ্রদ্বিধায় প্রেম
ক্ষুধার মাঝে বিচ্ছিন্নতাবোধ,
স্বস্তির যন্ত্রণায় সঙ্গমের প্রতি ধাপে
বিচ্ছেদের অপেক্ষমান বৃদ্ধি;
মুমূর্ষু স্পন্দনে জল ভেসে যায়
ভেসে যায় ঝিল মাঠ ধানক্ষেত
আমার জীবনও তাই।

সেখানেও কি আছো তুমি?

শুধু পর্দার সৌজন্যে কিছু না বলা
ঘোমটা টেনে, না রাখা চুম্বন,
দ্বিতীয় বিবাহে ভোরের নৈঃশব্দ
সুন্দরের যত অসুখ
যে কথা বাবা বলতো
যে সত্য বড্ডো উদাসীন
"আলোর আগে তুমি বড় হও"।

এখন আমি বড় হচ্ছি
এখন আমি আগুন পরছি
এখন আমি জীবন লিখছি
সেখানেই তো আছো তুমি
যেখানে আমি বারবার উধাও।



ঐশী দত্ত ঐশী দত্ত Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.