
আড়াল
মুখে মুখে আগুন জ্বলে উঠছে
মুখের সামনে দাঁড়াতে পারি না
এক একটি মিথ্যার প্রসঙ্গ
সত্যের করুণায় বেঁচে উঠছে...
সত্যের কাছেও দাঁড়াতে পারি না
নিজের বিষন্ন আলোয় বসে থাকি
ঘর ভরে যায় ছিন্ন আভিমানে ...
জল গড়ায় কোনো ঐশ্বরিক মুক্তির শিখরে
বেদনা বিহ্বল দিন মুখ দ্যাখে নিজস্ব আয়নায় ...
বিচ্ছিন্ন মানুষ
এত শোকের ঝরনা
আমি জল পান করতে পারিনি
সারারাত নগ্ন রাত্রি কেঁদে গেল
গুহায় গুহায় হিংস্র গর্জন উঠল
মানবসভ্যতার কোনো রাস্তা
চোখের সামনে দেখা গেল না
দূর পাহাড়ের সীমানায় কাদের রংধনু শাড়ি উড়ল
ফালা ফালা হৃদয়ের প্রতিধ্বনি শোনা গেল
আর রক্তাক্ত মুচকুন্দ ফুলের বাঁশি
জোনাকির সখ্যতায় জ্বলে উঠল
দেখলাম
কোনো বাজনার কাছে যেতে পারলাম না
কোনো আহ্বানের কাছে আসতে পারলাম না
এক অসত্য ভঙ্গুর ধ্বসের তীরভূমিতে
দাঁড়িয়ে থাকলাম
মেঘমন্ত্রহীন প্রচ্ছায়ার অন্তরালে বিচ্ছিন্ন
মানুষ ...
তৈমুর খান
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন