পার্থ বসু










নজরুল 



ভাবতে  খুব ইচ্ছে হয়
একলা  নজরুল  যদি
বাকরহিত  নাই হতেন
থাকত  সম্বিৎ  অটুট
বাংলা ভাগ  আটকাত।

আটকাতই  বাংলা ভাগ
তাঁর কলম  সাত্যকীর
গাণ্ডীবের  মতন ক্রোধ
করত যেই উদগীরণ 
ভয় পেতই  দাঙ্গাবাজ
লুঠতরাজ  ধান্দা  যার।

তাঁর কলম তাৎক্ষণিক ?
তাঁর কলম কালজয়ী ?
ব্রাত্য  কি? কালনিরিখ
বিশ্লেষণ  নিস্পৃহ
তাঁর চারণ উচ্চারণ
মৃত্যুতক  তিন দশক
মূক ছিল এই ক্ষতির
টানছে  জের টুকরো দেশ।

ভাবতে খুব ইচ্ছে হয়
একলা  নজরুল যদি
বাকরহিত  নাই হতেন
থাকত সম্বিৎ অটুট
ভারত ভাগ আটকাত।


পার্থ বসু পার্থ বসু Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.