![]() |
| পরিচিত |
তুমি
তুমি আছো বলেই
তুমি তুমি ডাকি
তুমি নিয়ে কতো
তুমি হৃদয় আঁকি
তুমি আছো বলেই
তুমি রূপে রূপবতী
তুমি দাও জীবন
তুমি দাও গতি
তুমি আছো বলেই
তুমি অতি প্রিয়
তুমি কাছে থেকে
তুমি ভালোবাসা দিয়ো ।
ঠোঁট
ঠোঁট দু'টো খুললে পরে
বের হয় কথা
কথা শেষে ঠোঁট বন্ধ
পরে শুধু নীরবতা
ঠোঁট দু'টো হাসলে পরে
যেন বাঁকা চাঁদ
ঠোঁট দু'টো কুকড়ে গেলে
রাগে মরন ফাদ
ঠোঁট দু'টো হা করে
যখন খাবার খায়
টিসু রুমালে মুছলে ঠোঁট
সবাই সুখ পায়
ঠোঁট দু'টো নরম নরম
কি সুন্দর হায়!
ঠোঁট দেখলেই তার মাঝে
চুমু খেতে চায় ।
ঠোঁট দু'টো সবার প্রিয়
ঠোঁট ছাড়া চলেনা
ঠোঁটের মাঝেই লুকিয়ে আছে
সুখ শান্তি ছলোনা ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন