![]() |
| ~ কবি পরিচিতি ~ |
শুদ্ধি
তোমার দুচোখে জাগা কেমন শিকারি চিতা
গেরিলা আকাশ সমুদ্র আগুন,
স্থান করে নিয়েছে সেখানে স্যাঁতস্যাঁতে সরাইখানার
উইঢিবি, সূর্যাস্তের ভাবুক।
প্রতিটা গন্ধরাজ মিথ্যের সন্ধ্যেয়,
ল্যাম্পপোস্ট গোল্লায় গেছে,
সাচ্চা ভালোবাসার অকাট্য দান চালাচালিতে।
ধার করা আলোকবর্ষ পেরিয়ে এসে
ট্রামলাইনের পেঁজা গন্ধ, আবেশপালক...
উড়িয়ে দিলাম তোমার নেইঠিকানায়।
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন