![]() |
| পরিচিতি |
তুমি আমি আমরা
তোমার অজস্র প্রিয়তমা
আমি সামান্য কুরুক্ষেত্র ফেরত যুদ্ধ
আমাকে কাঙাল করে কি লাভ
বুনো রক্তের ঘোড়সওয়ার
ভেতরে লেপটে আছে
অনুচক্রিকার আঙুল গিয়েছে জমে
এত শীত ছন্নছাড়া আকাশ
কুয়াশার কাশিতে
ভিজে আছি এযাবত
এই প্রত্যন্ত ঠাণ্ডাকালে তুমি উসকে দিলে
পাখি , তৃণভোজী তারা
মাংসাশী সাইকেলের চাকা
জলের অভাবে চোখ
তুমিদের আগুন নিকনো ঠোঁট
কি লাভ যদি দ্বিতীয়ার ক্লোরোফিল
খসই যায় , শেষ অব্ধি ঝরেই যায় সব
যত বৃক্ষ দেখি চার পাশে
চারপেয়ে গাছ সব
মনে হয় খুব খুব চেনা
মানুষের কলার তোলা
ঝিঁঝিঁপোকার সানাই
কি লাভ সেই গানের
সেই কান্নার অপূর্বপূর্ণ তানের
যদি নিজের গজলেই মুখ চেপে
ফুঁপিয়ে ওঠে মেহেদি হাসান ...
রত্নদীপা দে ঘোষ
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন