কৃষ্ণকলি গোস্বামী

পরিচিতি 









দেশ, তুমি কে ?



দেশ মানে শুধু কাঁটাতার ঘেরা মানচিত্র !
লক্ষ্মণরেখায় মেপেছো তোমরা আকাশ ?
ঢেউকে নিষেধ করেছো যেতে...
ওদিকের সৈকতে ?

নোবেল শান্তিতে রক্তের ছিটে আজ !
শিশুমেধযজ্ঞে মেতেছে বন্দুকবাজ।
আগামী পৃথিবী স্বপ্ন ঝরিয়ে কফিনবন্দী শুয়ে,
কোথাও তখন বড়দিন আসে রমরম করে,-
এক্সেল-ধোয়া শান্তিপোশাক,
ক্রিসমাস-ক্যারোলে !!!

হে সভ্যতা,
কবে যে তোমার হননক্লান্ত হাত লজ্জায় মুখ ঢাকবে !!!
আমার দেশটার নাম সত্যি কি কখনো শুধুই "পৃথিবী" হবে ???


কৃষ্ণকলি গোস্বামী কৃষ্ণকলি গোস্বামী Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.