মাহমুদ নজির

পরিচিতি  











আড়মোড়া ভেঙে ওঠি





প্যাঁচপড়া সুতোর মতো
ক্রমাগত আটকে যাচ্ছে
জেগে ওঠা নবারুণ চেতনাগুলো।
যতোই খুলে ফেলতে চাই
ততোই আটকে যায়, ঘুরেফিরে
পড়ে প্যাঁচ ভাবনার দূরন্ত জালে।
চলমান সময়ের কাছে দিয়েছি দায়ভার
যদি কিছু হয়ে যায়, যদি কিছু
লেখা হয় মুক্তির সনদ
সে আশায় গুনি দিনক্ষণ ;
সেই আশায় ব্যাকুল দৃষ্টিপাত!
আড়মোড়া ভেঙে ওঠি খুব ভোরে...


মাহমুদ নজির মাহমুদ নজির Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.