![]() |
| পরিচিতি |
মাতৃভাষাকে খোলা চিঠি
মাতৃজঠোরে যেদিন বুঝেছিলাম নিজের অস্তিত্ব ,
সেদিন থেকে পথচলা শুরু করেছিলাম তোর সাথে ৷
আমারই জন্য মা যখন প্রসব যন্ত্রণায় অস্থির ,
তখনই মা শব্দে পরিচিত হই তোর সাথে ৷
প্রথম যেদিন চলতে গিয়ে আছাড় খেয়েছিলাম ,
বুঝেছিলাম সেদিন মা শব্দের আসল অর্থ ৷
আধো আধো বুলিতে প্রথম তুইই তো ছিলি সাথী ,
তোর হাত ধরেই তো প্রথম লুকোচুরির টুকি ৷
তারপর একে একে কতগুলো দিন করেছি পার ,
পার করেছি শৈশব , পার করেছি যৌবন ৷
প্রথম প্রেমের ব্যর্থতায় তোর কাঁধে মাথা রেখেছি ,
কেঁদেছি তোকেই বুকে জড়িয়ে ধরে ৷
আজ আমি মধ্যবয়সে দাঁড়িয়ে উপলব্ধি করি
তুইই আসলে আমার প্রথম ভালবাসা ৷
প্রবাসে গিয়েও খুঁজেছি তোকে অলিতে গলিতে ,
ফিরে এসেছি তোর বাংলায় , তোর সান্নিধ্যে ৷
আত্মীয়পরিজন , বন্ধুবান্ধব ছেড়ে গেছে একে একে ,
একা থেকে একা হয়েছি সমযের চক্করে যতই ;
ততই বুঝেছি তোর উপস্থিতি আমার অন্তরে ৷
তাই বুঝি বার বার ছুটে গেছি তোর কাছে ,
তোর ভরসাতেই কলম ধরেছি আত্মপ্রকাশে ৷
একদিন তোর বুকে যারা আঘাত হেনেছিল
তাদের প্রতি ঘৃণা নয় , করুণা হয় শুধু অবোধ ভেবে ;
তোর সম্মান বাঁচাতে প্রাণ দেওয়া লাখো শহীদ -
গর্বে ভরে ওঠে বুক , জোড় সেলাম ঠুকি তাদের জন্য ৷
হৃদয়ে তোরই জয়পতাকা ওড়ে পতপত করে ,
তুইই আমার স্বপ্নসাথী , আমার জীবনসাথী ;
আমার সকল কর্মের , সকল মর্মের একমাত্র সাথী ৷
জন্মজন্মান্তর তোকেই যেন ভালবেসে মরি -
ফিরি যেন মাতৃজঠোরে আবার তোর হাতটি ধরে ৷৷
মৌসুমী মিত্র (বৈদ্য)
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন