![]() |
| পরিচিতি |
নৈঃশব্দ্য সৈকত
শব্দ ভেঙ্গে ভেঙ্গে... শব্দ ভেঙ্গে ভেঙ্গে...
দীপগুলি আরও অনুচ্চারিত হলে-
বেশ ক্ষয় ক্ষয় একটা গন্ধ
আত্না ও লুপ্ত ধোঁয়ার মত ভেসে আসে,ভেসে যায়...
সন্ধ্যার পর আর কোন সুগন্ধি ছিল না ঘরে।
রক্ত,মাংস আর অনুভূতি অবশেষ-
ভাগফল আর বরফের গা বেয়ে বেয়ে...
ক্ষয় বলো,যেমন নিঃশ্বাসের,কাচমূর্তি,পৃষ্ঠা বা
হাস্যরত মুখোশের-
বরফে জমিয়ে যদি আরও কিছুদিন
ব্যবহার্য হয়,
তাই এই বরফের ঘর।
ক্ষয় তবু। পরজীবী ঠোঁট।
প্রতিটি ভাঁজ থেকে খসে যায় বালি,
তৈরি হয় দীর্ঘতম নৈঃশব্দ্য সৈকত।
সুবর্না গোস্বামী
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন