পৃথা রায় চৌধুরী

 কবি পরিচিতি 






অ - প্রয়োজন 



শততম আশ্চর্যদের মিছিল চলেছে...
ঠিক, সবাই শততম
প্রথম থেকে নিরানব্বই কখন জানি রেকর্ডের বইয়ে।
#
চাঁদের কলঙ্কদাগ ইদানিং টি আর পি ধাওয়া করে
পূর্ণগ্রাসে হতাশ নিউজ বুলেটিন
হাই হিল ছুটেছে কস্‌মেটিক কাটাকুটির
তিল বা আঁচড়ের দিকে।
#
ওস্তাদ, ওস্তাদ, হাত ধরে বৈতরণী পার করাও কাকে
পারানির বৈঠা সে হাতে,
ঠাহর ছিলো নৌকা গর্ভে, পাগল হলে ভবঘুরে
বিষুবরেখাতেও জবানবন্দী, কাজ শেষ হয়নি।
#
হঠাৎ বোঝা যায়, কেতকীতেও থাকে ছুরির গন্ধ
প্লেটো একাকী শরীর সন্ধানে;
ব্যাল্যান্স না থাকার অজুহাতে
তাকে জানানো হয় না বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।



পৃথা রায় চৌধুরী পৃথা রায় চৌধুরী Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.