ভাস্কর চৌধুরী

পরিচিতি 








ভালো করে দ্যাখো যদি




এ গাছের তলায় অন্য গাছের
ছায়া পড়ে না ।
এ ছায়া তার আপন ছায়া
কায়ার মতো শুয়ে থাকে ।
ছোট হয় বড় হয়
হারিয়েও যায়
তবু বৃক্ষ থাকে ।

বৃক্ষ হাঁটে না , তার দেহের পাতা
ঝরে পড়ে দূরে চলে যায়
ছোটকালে পাড়ার মেয়েটা
আমাকে দুটো লেবু পাতা দিয়ে
বলেছিলো , যখন আমি দূরে যাবো
এ পাতা তোকে খসবু দেবে ।

একটা কবিতার বই এর ভেতর
সে পাতা এখন প্রবাসে গেছে
আর মেয়েটি প্রথমে লেবু হলো
তারপর পেয়ারা তলা হয়ে
ছাতনে তলায় গিয়ে
বাকিটা সুবাস ছেকে নিয়ে দেখি
এখনও বদলে বদলে সে
নিত্য আবিষ্কারে নতুন করে
মোহ ও বিভাস দিয়ে যায় ।

ভালো করে যদি দ্যাখো
দেখবে তুমি প্রতিটি ক্ষণে প্রতিজন
নিত্য আবিষ্কারযোগ্যতা রাখে ।


ভাস্কর চৌধুরী ভাস্কর চৌধুরী Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.