অবক্ষয়ের অবয়ব
সন্ধ্যের শেষ প্রান্তে রাত্রি উপস্থিত
ভুল করেও খুঁজে নেই নারী মাংস।
সৃষ্টির গভীরে ব্রহ্মাণ্ডকে ধরে
ঘুম ,মত্যু, প্রকৃতির মাঝে
ক্রমপরিণতির পথে শরীর শুধু-
শরীরের লোভ করে;দেহের প্রতিভূ
হয়ে শুষে নেই অবতীর্ন শরীরের অনুভূতি।
দেহ ঘিরে সপ্রতিভ অমেয় শরীরে
সভ্যতার উৎসবে মেতে উঠি
অসভ্য মানবিকতার দাবানলে।
সার্থকতার মাঝে রস নিংড়ায়ে
স্বার্থপর হয়ে যাই। কাম ক্ষুদা
শেষ হলে ফেলে দেই অবক্ষয়ের জলে ।
অনুভব সরকার
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন