![]() |
| পরিচিতি |
ঈশ্বরবাদ
সব
কিছু ধুয়ে গেলে
ফাঁকা
চশমার কাঁচ দিয়ে তাকিয়ে
থাকা মানুষ
জলের
মেরুদন্ড ধরে নেমে যায়
স্রোতের
বিপরীতে ।
আমি
শক্ত করে বেঁধে রাখছি
শরীর
সিঁড়ি
হয়ে জন্মে ওঠার ঠিক
পর মুহূর্তে
একক
ঈশ্বরের অভিনয় থেকে দৃষ্টি
ফিরিয়ে
দেখতে
চাইছি মানুষের ঊর্ধ্বগামী মুখ ।
আক্ষেপ
ও আপেক্ষিকতার শেকড় ছুঁয়ে
শুরু
হোক আমার নতুন ঈশ্বরবাদ
।
সেখ সাদ্দাম হোসেন
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন