বিপ্লব গঙ্গোপাধ্যায়

পরিচিতি  







একুশে ফেব্রুয়ারি





এই যে ডানাওয়ালা স্বপ্ন ভাসিয়ে দিচ্ছি বাতাসে
আর ঝুম ঝুম বেজে উঠছে নূপুর
এরকমই এক দৃশ্য আর এরকম দুপুর
আঁকবো বলে  রঙ আর তুলির চারপাশে
                 কিছু শব্দও সাজিয়ে দিচ্ছি সারি সারি
একুশে ফেব্রুয়ারি
এলে গুন গুন করে গান   বুকের ভেতর আগল খুলে
বেরিয়ে আসে নিজের অন্তর্গত আমি
এর চেয়ে মুল্যবান আর দামি
কোন অনুভূতি নেই , মানভুমি তরঙ্গ ঢেউ তুলে
গেয়ে উঠি ঝুমুর ,  যেন আমার
 রক্তে রফিক সালাম বরকতের ছবি     প্রতিদিন একুশে ফেব্রুয়ারি     



বিপ্লব গঙ্গোপাধ্যায় বিপ্লব গঙ্গোপাধ্যায় Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.