![]() |
| পরিচিতি |
পুনর্জন্ম ও ঘুম বিষয়ক
খুব কি ক্লান্ত ছিলে খোকা!
ঘুমিয়ে পড়লে পুনর্জন্মের আগেই
মাথা রেখে গোপন কটিতে-
এসো তবে,রাতের নির্যাস বুলাই সস্নেহে
তোমার পাঁজরে ,ক্ষতে... বুকের সৌধে
এইমাত্র যার জন্ম হলো-
প্রাচীন জননী হতে-
তুমি তার খানিকটা- খানিকটা পরে।
শুনেছি মালোপাড়ায় অন্ধকারে নামে
নেশাকন্যা।ঘুম সে পাড়িয়ে রাখে
নখ, চুল, অগ্নিকে; নাম তার অমোঘ উন্মোহ ।
খুব কি ক্লান্ত ছিলে খোকা?
না হলে কাল ...
আমাদেরও পুনর্জন্ম হতো !
সুবর্না গোস্বামী
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন