সৈকত শী

~ কবি পরিচিতি ~ 









শীত ও উষ্ণতা



সূর্য আটকে আছে কুয়াশার ফাঁদে।
শীত হানা দেয়,  শিহরণ শরীরে।

একফালি সূর্য ধরা দেয় লাল সোয়েটারে,
চিবুক গলে হাতটা বেহিসাবী আঁচড় কাটে।

চিলেকোঠার প্রেম খুঁজে ফেরে উষ্ণতা,
সুড়ঙ্গে আবার প্রথম দিনের সজীবতা।

একটা ডিম্ লাইট বাকীটা অন্ধকার,
চারটে চোখে সর্বভুক্ষ আগুনের হাহাকার।



সৈকত শী সৈকত শী Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.