![]() |
| পরিচিতি |
পাথেয়
ওই সেই ভিখারিনী ,
ছুটে চলেছে পথে -
পথ ই ঠিকানা ওর !
পাথেয় যত নুড়ি !
জমায় ভুরিভুরি ,
বুভুক্ষু সেই নারী।
কি অপূর্ব !
ভালোলাগা সেই ঘোর !
বুক ফাটাআর্তনাদেফেটে পড়ে ,
নুড়ি খোয়া গেলে ওর !
রণন ছড়ায় ,দূর হতে দূর ।
ভালবাসার তন্ত্র সাধনায়;
চলাকেই মন্ত্র করেছে ওর ।
স্থগিত
চাইনা অমন ভালবাসা ,
অস্পৃশ্য হয়ে ঝুলে থাকা শিকেয় -
করিবর্গা গুনেই দিন গুজরান হোক তবে ! ?
অদৃষ্টের নিয়ম মেনেই |
বোবা হাহাকার রণন ছড়াক ,
দূর হতে দূর -
স্থগিত থাকুক চলা ! ?
আঁচলের গেরো হয়েই !
মুক্তি
ভালবাসা বন্ধন হীন গ্রন্থী
মুক্তো আকাশে ,
পাখির ডানায় নাচে যে মুক্তি -
মুক্তমন নিজেই নিজের রাজা
মুক্তো হাসি,ঝলমলে চিরোসঙ্গী।
প্রলয়
চাই সুনামি ,চাই আইলা
চাই এক মহা প্রলয়
ভালবাসা ভাসিয়ে নিক আমায় -
হারাবার মতো,কিছুই যে নেই আজ
ভেলা হোক সেই কাঙ্খিত হাত
চোখে
জলবে সলজ্জ বাতি
ঠোঁট দুলাবোকামনার পতাকা
বৌঠা বাইবে হাসি রাশিরাশি...।
লোপামুদ্রা মজুমদার
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন