বিপ্লব গঙ্গোপাধ্যায়

পরিচিতি  










নিভৃত জলের ঘ্রান



দ্রুত বদলে যাচ্ছে অই প্রতিচ্ছায়া
ছড়ানো অসুখ
তবু এই জল 
হাত রাখি
প্রেম পরবের জ্যোৎস্না
তোয়াক্কাবিহীন কেঁপে ওঠে জন্মান্তর

ভিজে রাত কাক উড়ে যায়
কোন হাতে ছুয়ে যাব মেঘের তান্ডব?

স্বপ্ন চাদরে আজ সারারাত
নিভৃত জলের ঘ্রান
মশগুল বিজলি চমক।




বিপ্লব গঙ্গোপাধ্যায় বিপ্লব গঙ্গোপাধ্যায় Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.