সত্যময় উজ্জ্বল

পরিচিতি  










তুই শুধু তুই



চোখের তারায় শুধু তুই
মন করে কেবল ছুই ছুই।
তুই উন্মাদ সাগরের ঢেউ
আমি তোরই মনরেই কেউ।
তুই শীতের সকালের পিঠা
আমি নারিকেল আর মিঠা।
তুই শিশির ভেজা রাত
আমি তোকে দেখে অবাক।
খুজেছি কত যে নিশি রাত স্বপনে
ভাবিনি তোকে পাব এ মনে।
বসেছি আজ বাতায়নে
হরিয়ে যেতে দেবনা তোকে পবনে।
বাধিব তোকে আজ বাহুডোরে
দেবনা তোকে যেতে আমায় ছেড়ে।
খুশীতে এমন আজ হলো খৈ
আজ আর আমাতে আমি নেই।




সত্যময় উজ্জ্বল সত্যময় উজ্জ্বল Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.