অনু সোম ঘোষ

পরিচিতি  







"চিলেকোঠা "



ধূপছোঁয়া জানালায়
ফেরারি সময়
নদীর ভাঙন কাল
ফ্রেম দেয়াল
বাতাস এসে ফিরে যায়
চিলে কোঠার বারান্দায়
গাছ বারান্দা জুড়ে
ভ্রাম্যমান পদাবলী
নীল পাড় হলুদ শাড়ি
কথারাও ফেরারি
যন্ত্রনা এখন হিমালয়
অপেক্ষায় রাত্রি
সাদা কালো অবকাশ
পায়ে পায়ে মিশে
চর্চিত সঙ্গীতে সাইনবোর্ড
কবিতারাও কার্নিশে জেগে।


অনু সোম ঘোষ অনু সোম ঘোষ Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.