![]() |
| ~ কবি পরিচিতি ~ |
সুন্দরীর মা
আমার কাছে এসে বসো,
আমাকে জেনে বুঝে ভালোবাসো,
আমাকে নিভৃতে কান পেতে শুনো,
আমার পাতার মর্মরে,
সবুজের হাতছানি,
আমি জীবন ও জীবিকার
যৌথ আশ্রয়স্থল..।
হৃদয়ের অতলেও যেমন,
আর একখানি পরম নির্ভর
সুশীতল অনুভব থাকে,
থাকে একটা মর্মর দ্যোতনা,
তেমনি আমিও একটা
বাংলাদেশ_
বাংলাদেশের বুকে !
আমি একজোড়া মৌয়াল দম্পতির,
মধুমাখা প্রেম।
সভ্যতার ধারক মানবশ্রেষ্ঠ,
তোমাকেই বলছি, মনে নাও,
আমি সুন্দরীর মা, সুন্দরবন।
বনের রাজধানী, আমাকে সমর্থন দাও।
আমি নিঃশ্বাসের মূল নির্ভরতা,
জীবের স্পন্দন, অঙ্গারজান বিনাশ করে,
আমি অম্লজানের স্থায়ী আবাসস্থল।
তোমাদের উত্তপ্ত প্রশ্বাস-
আমাকে পিচাশ হতে দেয়নি,
আমি তোমাদের চিরসবুজ সতেজ হৃদয়,
আমি বৃক্ষ ছায়াতল, গাছের সরোবর।
আমাতে নির্ভরতা আছে,
চোখ ধাধাঁনো সৌন্দর্য্য আমি,
আমি মানবের রক্ষা দেয়াল,
রুখে দেই ঝড় জলোচ্ছ্বাস ভয়াল।
প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহতার করাল থাবায়
উন্মক্ত ক্ষ্যাপা প্রকৃতির কাছে,
রাতভর, ...দিনভর আমি আমাকেই তুলে ধরি,
তোমরা নিরাপদে থাকো, যেন মায়ের আঁচল।
বৃক্ষ, লতাগুল্ম, ঘাস, পরগাছা,
আরোহী উদ্ভিদের উচ্ছলতা,
আমাকে ঘিরে মেলেছে শত প্রানের স্বকীয়তা।
পশুর, হরিণঘাটা, বুড়িশ্বর নদীর মোহনা
আমাকে ঘিরে করেছে মিঠেপানির আবাদ,
আমাতে নিত্য বসে উন্মক্ত পশু-পাখির বিবাদ,
উচ্ছাস আর বৈচিত্রতায় নেঁচে গেয়ে চলে চিত্রা হরিণ,
মায়া বাড়ায় মায়া হরিণ, দৌড়ে যায় রেসাস বানর,
সজারু, উদ, বন বিড়াল, লিওপার্ড।
বিপন্নপ্রায় বাঘ অনুরাগের মালা গলায় ঘুরে বেড়ায়
বন্য শূকরের পিছু পিছু,
কিছু কথামালার আবাদ করে যায় নানা জাতের পাখি।
আমার বুকে অতি সুখে বিচরণ করে বক, সারস, হাড়গিলা,
নিজেতে মগ্ন কাদা-খোঁচা, লেনজা আর হট্টিটির দল।
আমি গাংচিল, জলকবুতরের মনোবল।
চিল, ঈগল, শকুন আর মাছরাঙা
আমাকে করেছে মায়াবিনী, আমি বনের রাজধানী।
আমার ভাজে ভাজে লুকিয়ে আছে
ভূতত্ত্ব, মৃত্তিকা, জলবায়ুর রহস্য,
উদ্ভিজ্জ, প্রাণী, অর্থনৈতিক মানদণ্ড,
পর্যটন আর স্থানীয় জীবিকার কোল ঘেঁষে
আমি গবেষণা আর প্রাচুর্যের অভয়ারণ্য।
আমি ঘনঝোপ, নিপাপাম, গোলাপাতার আচ্ছাদন,
গেওয়া, গরান, কেওড়ার শ্বাসমূল,
ওড়া,পশুর, ধুন্দুল,বাইন আর তুনশা সুন্দরীর অবাধ আকাশ।
মানুষের সুখ, শোকে, নিমীলিত চোখে,
একটি উজ্জ্বল দরবারী মজলিশ,
আমি তোমাদের প্রাচূর্য্য-
তোমার তুমিত্ব, শুনলে অবাক হবে_
আমি অক্সিজেনের সমুদ্র…
সবুজে নাইতে চাও ?
আমাকে সমর্থন দাও।
অবুঝমন করো সবুজে অবগাহন,
আমি সুন্দরীর মা, সুন্দরবন।
কালের লিখন
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন