'সে' আমার চিরকালীন একলা সময়,
'সে' আমার একলা ঘরে মুঠো-অতীত মাটির বলয়।
বর্তিষ্ণু বিরহে ঢেকে জংলি সোহাগে এঁকে
আমাকে চেয়েছে 'সে' বারে বার। অথচ আমি-
তাকে পলাশ তুলিতে এঁকেছি যতবার
উত্তরোত্তোর জেনছি সে স্বরূপকাতর।
আঁধার চোখে খুশির প্রদীপ জ্বেলেছি
সে ভেসেছে অতৃপ্তির ধূসর মেঘে।
ছাতিম গন্ধ বিলিয়েছে বর্ষাতি বাতাসে।
আজ পাতাঝরা শীতের সকালে তাকে ডানা দেবো
দেবো ইচ্ছ- পালক,চোখে এঁকে দেবো সন্ধানী আকাশ
তুষানলে পালক শুকিয়ে উড়িয় দেবো,
আজ তাকে সব দেবো,শুধু দেবো না ফেরার মন্ত্র।
![]() |
| Oil Pastel On Paper......... |
হে আমার দেশ, নদীমাতৃক
পাগলা কুকুরে ছিঁড়েখুঁড়ে তোকে শেষ করে দিক !
![]() |
| Soft Pastel On Paper |
যে মাটিতে নারীর চোখের জল পড়ে
সে মাটি বন্ধ্যা হয়ে যায়.....
![]() |
| Soft Pastel On Paper. |
নবান্ন
![]() |
| My work dry pastel on paper... |
লজ্জা - শুভ প্রসন্ন
![]() |
| work ink on paper |
তবু মনে রেখো....
![]() |
| Work, Watercolour ON paper. |
![]() |
| পরিচিতি |
ব্রতীন সরকার
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন