![]() |
| ~ কবি পরিচিতি ~ |
স্বপ্ন উড়ান
শেষ পাতা ঝরে গেল ঝড় হয়ে বললো
কালের মর্মর ধ্বনি শুনতে কি পাও
হে মহাকাল তুমি প্লাবিত
.
নদী ,ভাঙন ধরা কত মনে
রক্তের পলিমাটি রয়েছে জমে ।
যদি পারো আগামীর
সঙ্গমে মনের আলোর অনুরননে
জন্ম দিতে এক সুস্থ পৃথিবীর।
সময়ের দেওয়ালে ইতিহাসের
ভাস্কর্যটুকু নিপুন শিল্পে নির্মিত ।
চেয়ে দেখো - মন্দির , মসজিদ , গির্জা
একই সূর্যের আলোয় স্নাত ।
একই সময়ে প্রার্থনারত।
যদি এ প্রার্থনা শুধু নিজের জন্য
হয় তবে তো হবেই অন্যে হতাহত।
দিয়েছি বসন্তের বাতাস,
দিয়েছি ঝরনার উচ্ছ্বাস,
দিয়েছি কোকিলের গান, দিয়েছি শিশুর কলতান,
দিয়েছি রবি , নজরুল
,
টেরিসা দিয়েছে বিবেকানন্দ ভরসা
হে আগামী, শুধু
ভালোবেসে আমায় ছুঁয়ে থেকো সুস্থ
পৃথিবীর ঠিক জন্ম হবে দেখো ।
হে মহাকাল,
তবে ভালোবাসা ছোঁয়াচে হয়
যেন আগামি পৃথিবী পঙ্গু
হবে না কখনো ............।।
রমা চোঙদার
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন