শামীম পারভেজ

পরিচিত  









মরনের সাথে আলিংগন


কেন আগুন

তাইতো আসেনা ফাগুন
কেন আহাজারি
বাতাস হয় ভারি
কেন কান্না
ঝরে অশ্রুর ঝরনা

কিসের ধমকি
ভয়ে উঠে চমকি
কিসের আশ্বাস
এতে নেই বিশ্বাস
কিসের শান্তনা
এতে বাড়ে যন্ত্রণা

হায়রে আশা
সবই আজ নিরাশা
হায়রে ক্ষমতা
এতে নেই সমতা
হায়রে জীবন
মরনের সাথে আলিংগন ।






শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.