এবিএম সোহেল রশিদ

পরিচিতি







ভাসাই ভেলা 
                


অষ্ট প্রহর গড়ের মাঠ 
 পদ্ম পুকুরে বোয়াল মাছ
 মূর্খ নরকে চণ্ডী পাঠ 
 জ্ঞান সমুদ্রে বট গাছ।

নেমে এলো সূর্য সিঁড়ি 
 খুঁজে নিলাম রাতের চাঁদ
 জ্বলে দেখ অগ্নিগিরি 
 হারালাম বিদ্যাময়ীর স্বাদ।

অঙ্কে ভগ্নাংশ বাংলায় যুদ্ধ 
 ইংরেজিতে ফলাফল শূন্য 
 ইতিহাসে লঙ্কাকাণ্ড! অন্ধ 
 ভূগোলে গণ্ডগোল জঘন্য।

 তাই ভাল লাগে বৈঁচি খেলা 
 হা ডু ডু কানামাছি মন্দ না 
 গোল্লাছুটে ভাসাই ভেলা 
 খেলার ঘোর আর কাটে না।







এবিএম সোহেল রশিদ এবিএম সোহেল রশিদ Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.