![]() |
| পরিচিতি |
শ্রাবনস্বপ্নে বিভোর হয়ো না \ একাকী \ জগত্ রয়েছে চেয়ে \ বুভুক্ষু হৃদয়ের গভীরে \ স্ফটিক কান্না \ মুছে দেয়-\ শিউলির সকাল,\ মাটির উপর অনাবিল \ অসংখ্য পদচিন্হ। মননের প্রাচীর গড়ে তোলে \ যে সীমানা আর খাদ- \ তার ধারে হেসে ওঠে কাশফুল,\ নীলসাদা মেঘ-\ ওপারে উৎসব। চৈতালীস্বপ্নের প্রেম সফল করতে \ বিভোর হয়ো না \একাকী। চলো ছুটে \ বুনো হাঁসের পালকে সাজাতে \ এ পৃথিবীর চির অমরত্ব।
হাসি খাতুন
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন