তুষার সরদার

পরিচিতি









সবুজ মেদুর



সবুজ মেদুর কাদার মতো
তোমার হৃদয়
আমার অসিগণ্ড,
মোমের আলোর মতো দুচোখ
আমার নিভৃত আস্থান,
শ্রাবণী বর্ষণের পর কনকচাঁপার
বুকভরা সিক্ত সুরভির মতো
তোমার ভালবাসায়
পূর্ণ প্রাণাধার। 




তুষার সরদার  তুষার সরদার Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.