![]() |
| পরিচিতি |
একাত্তরের গল্প
অযোনীজাত বৃক্ষের শরীরে
প্রবাহিত হয় না দেবাসুরের সংকর রক্ত
বৃক্ষেরা করে না কখনো মিথ্যের বেসাতী।
ভূমিপুত্র ওরা, শান্তসৌম্য সত্যের অবতার।
ইতিহাস সাক্ষী শতবর্ষী বটবৃক্ষকে বলেছিলাম,
'মুক্তিযুদ্ধে যাইনি আমি, মুক্তিযুদ্ধ আমি দেখিনিও;
তুমি একাত্তরের গল্প বলো-'
বাঙ্ময় হয় মৌনঋষি। ফিসফিসিয়ে বলে আমায়
'একাত্তরের গল্প? সে তো মহাভারতের কথা!
আমি শুধু এতোটুকুই বলবো-
মুখোশে মুখোশময় অভাগা দেশ।
বেনিয়া গোষ্ঠী বড়ই ঘড়েল
তিলেতিলে খাচ্ছে চিবিয়ে একাত্তর খোয়াবনামা।
একাত্তর কি হয়েছে এখনো শেষ!'
সহসা দমকা হাওয়া, ঝরে পরে কিছু সবুজপাতা
সংবেদী বৃক্ষও কি ফেলে গেল দীর্ঘ্যশ্বাস।
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন