বিপ্লব গঙ্গোপাধ্যায়

পরিচিতি  











চল্লিশ পেরোনো দিন


চল্লিশ পার হলেই টনটন করে স্নায়ু...
ঘাড় ঘুরিয়ে তাকাবার লোভ হয়
ফেলে আসা রাস্তা কতদূর চলে গেছে 
বন্ধুর হাত আর বান্ধবীর এক চিলতে হাসি পেরিয়ে
 পূর্বজন্ম 

পা সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে-
এত অলসতা কেন  
কি আছে দেখার ?

মাথা ভারী হয়
আর বুকপকেট থেকে ঝরে পড়ে ছবি
   
আয়ুরেখার দু পাশে জলস্রোত ।





বিপ্লব


বিপ্লব কি কোন পাখির নাম হয় ?
কোন ম্লান রোদ 
শান্ত দুপুর
এবং চুপচাপ বসে থাকা দীঘির ?

বিপ্লব কি অলসতার ডাকনাম হয়েছে কখনও ?

ভাঙতে ইচ্ছে করে বারবার
নিজেকেই ধুয়ে ফেলি প্রতিদিন জলে, অশ্রুজলে ।

একজন্ম ছিঁড়ে ফেলে অন্য জন্ম তুলে আনি রোজ । 




আলোর বলয় 


ছবির ভেতরে আমি
সেই মানুষটিকে আর খুঁজে পাইনা
যে বলত – আলোর বলয় আছে বুকের বাঁদিকে 
আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি  ক্রান্তিকালের এক বারুদ পুরুষ ।

হাসিমুখ
স্মিত ঠোঁটের কার্নিশে ঝুলে আছে
বেদনা আড়াল করা প্রসন্ন আকাশ ।
এখন সেই রাগী চিবুকে শান্ত কপোতের ডানাবিস্তার ।

ছবির ভেতর
সব মানুষ ই অন্যরকম
            আগুন নিভে যায় ......... 





বিপ্লব গঙ্গোপাধ্যায় বিপ্লব গঙ্গোপাধ্যায় Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.