![]() |
| পরিচিতি |
ছায়াযুদ্ধ
সেই মেয়েটা ঝরনা হেসে
সবুজ তারায় খয়েরি ছিটেয়
হারিয়ে যেতে যেতে,
কনভেন্ট সুর মনে মনে
"থ্যাঙ্ক ইয়ু, গড
থ্যাঙ্ক ইয়ু, গড"
সেই মেয়েটা,
সেই গডের মেয়েটা;
স্পোর্টস সাইকেল, মায়া দুপুর
লাল মাটিতে ছায়া পুকুর
চুপ সূর্য, কালো বাড়ি
ঘণ্টা ঘর,
অলক্ষ্যে বান ডেকে যায়
কপাল জুড়ে পাড়ের ভাঙ্গন,
অজয় নদ।
ভরাডুবির কোল আঁচল
কালি ছিটিয়ে "গড" খুশি
কালমেঘ রস চোখের জল
খোলস খোলস মানুষী।
আগুনমুখী একটা মেয়ে
ঝলসে ফেলে অনায়াস
বিদ্যুৎ হয় অকারণ, সবখানে
আজ মানুষী, সেই যে মেয়ে
ভাঙ্গা কলম দীর্ঘশ্বাস
জটিল গতি লাগাম ছেঁড়া বাণ হানে।
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:

.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন