শামীম পারভেজ

পরিচিত  









লাল সবুজের বিজয় নিশান


লাল দেখলেই মনে পড়ে একাত্তর
কালো দেখলেই হিংস্র হায়ানাদের পদাচরণ
ঢুসঢাস টাকঠাক ঢি-ডি-ঢি শব্দে ঝরে যায় প্রাণ
মনে পড়ে ত্রিশ লক্ষের বলিদান
'জয় বাংলা' শুনলেই মনে পড়ে বাংলার জয়োগান
মুক্তিযুদ্ধই এনে দিলো মান সম্মান
সবুজের নরম বুকে উড়ালো
লাল সবুজের বিজয় নিশান ।




শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.