
আপেক্ষিক
এখন অপর্যাপ্ত জলের গভীরতায় হাত ডুবিয়ে মৃত্যু খুঁজি না-
সেই ছেলেবেলা , সেইসব খেলামদলি
কবেই গেছি ভুলে,
ইতিহাসে ভীষণ ক্লান্তি
বরং
ভুমিবিদ্যায় পারদর্শী জীবন।
জীবনের সুবিধার্থে কিছু স্থিরতা
দালান কোঠা ফেলে জলের তরঙ্গে উচ্ছল
তবে হাতছানি অনেক গভিরে-
যেখানে স্থবির বিশ্বাসে পরম আরাধ্য।
আগুন নয়
আজ তাই শীতলতম উত্তাপ
ফাগুন নয়
শরতের মেদুরতায় প্রচ্ছন্ন পরিভাস।
দ্বিধাহীন জবানবন্দি--
কুছ সুর কহী খোয়ে থে বন্দিশ মিল গয়ি ।।
অনন্যা ব্যানার্জী
Reviewed by Unknown
on
ডিসেম্বর ৩০, ২০১৪
Rating:
Reviewed by Unknown
on
ডিসেম্বর ৩০, ২০১৪
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন