হিল্লোল রায়

পরিচিতি 










তর্জমা



গ্যালিলিও ভেসপুচি
সুরাপানে ভক্ত-
ধমনীতে বয় তার
শুধু নীল রক্ত !

শ্বেতকায়া ক্রিষ্টিনা
তাকে কাছে পেতে-
কটি দেশ ঢাকে তার
পথে যেতে যেতে !

সরু সরু লম্বা
সাদা পা দুটো তার -
হাই হিলে হাঁটলেই
বুক নাচে বার বার !

আইল্যাশ, ম্যাসকারা
ও সর্পিল জোড়া ভুরু -
উন্মাদ করে মন,
বুক করে দুরু দুরু !

বাংলার রাস্তায়
এই সব অভিরুচি-
“হাঁ রাম গেলি কোথা ?”
বলে ওঠে ভেসপুচি !!



হিল্লোল রায় হিল্লোল রায় Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.