![]() |
| পরিচিতি |
কবিতায় থাকেনা ওরা
কবিতায় থাকেনা ওরা
কাব্যগ্রন্থের টেবিলে নির্মেদ প্রভাত
আসে রোদ্দুর জানালার কাঁচ বেয়ে
ফ্লাওয়ার ভাসের শুকনো ফুল
ছুঁয়ে চলে যায় আশ্বিন আলোর দুপুর।
কবিতায় থাকেনা ওরা।
সবুজ পেয়ারা পাতায় ফড়িং এর ঘর
শৈশব জড়ানো শীতকাতুরে
ছেঁড়া চাদর-উষ্ণতা পোহায়, শুষে নেয় প্রানস্পন্দন
জীর্ণ চালের উপর-
কবিতায় থাকেনা ওরা।
শুভদিনের স্বপ্নে বিভোর রাত
জলাভূমি-মাঠ-ক্ষেত পার হয়ে নীরবে এগোয়-
দাওয়ায় বসে শতাব্দীর গল্প প্রজন্ম থেকে প্রজন্মে
নতুন শিশুর আগমনে আমোদিত নদীচর
ভাঙা মেঠো ঘর, জীবনের লেনদেন...
কবিতায় থাকেনা ওরা ।
হাসি খাতুন
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন