![]() |
| পরিচিতি |
মাটির বাঁশি
পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়
এই কালো কাল কেটে গিয়ে
আবার তুমি মাছের জীবনে যাবে,
ভাতের জীবনে যাবে
এই শোকক্ষণে শোকপথে
আমি তোমার পাশে নেই
কিন্তু তুমি আমার
নিঃশ্বাসের নিকটে আছো,
দৃষ্টির শুরুতে আছো
যতই আঁধার নামুক
তোমার চিন্তাগুলো
গোলাকার চাঁদের দিকে
তুমি জীবনের দিকে
একা একা সকলেই আমরা
শোকের উত্তর্সূরী হই হবো
এটাই নিয়তি; তবে আবার আমরা
পাখির জীবনে যাই,
ফুলের জীবনে যাই
আবার মনের মধ্যে পুরনো সেই
মাটির বাঁশি বাজাই।
মিজান ভূইয়া
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন