দর্শনা বোস

পরিচিতি  








গাঢ় অন্ধকার


নিমজ্জিত রাতের শিয়রে
একটিমাত্র তারার
অক্লান্ত জেগে থাকা--
ভুলে যায় গরবিনী ভোর।

জবাকুসুম সঙ্কাশং মূর্ছনায়
নাছোড় ভেদরেখা দ্রবীভূত হয়।
শঙ্খধ্বনির স্পর্ধিত স্পর্শ তবু
মুছতে পারে না
গর্ভস্থিত গাঢ় অন্ধকার।






দর্শনা বোস দর্শনা বোস Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.