শিল্পী চৌধুরী

পরিচিতি 







" সভ্যতা "



চলতে চলতে দেখি পথের মাঝে
সভ্যতা দাঁড়িয়ে আছে ,
রুগ্ন দেহ , শুষ্ক চুল , পুরো নগ্ন ।
বড়োই অদ্ভুত তার চেহারা ।
আমি অবাক হয়ে তার কাছে গেলাম ,
জিজ্ঞেস করলাম , সভ্যতা তুমি নগ্ন কেন ?
কতদিন তুমি খাওনি ,কতদিন স্নান করোনি ?
সভ্যতা হাসল ,হেসে বলল ,
যে মানবী তুমি কত অজ্ঞানী ,
মনুষ্যের বদলানো রুপ তুমি এখনো দেখনি ।
সত্যি যদি আমি অজ্ঞানী হই তবে সভ্যতা
একটি বার তোমার ঐ দুটি চোখ দিয়ে আমাকে
মনুষ্যজাতির বদলানো রুপটি দেখাও ।
কালের চক্ষু দান করে সভ্যতা বলল এবার দেখো ।
একি -- কি দেখছি আমি ,
চিরকাল জেনে এসেছি ,
পৃথিবীতে সব থেকে সুন্দর হচ্ছে মনুষ্যজাতি ,
কিন্তু তার এত নোংরা রুপ হলো কি করে ,
নিজের স্বার্থে আপনজনদের হত্যা করছে
হত্যা করছে পৃথিবীর অন্য জীবগুলিকেও ,
লোভ -কামনা-বাসনা-হিংসা - বিদ্বেষ
আর মৃত্যু মিছিলে সামিল হয়ে আনন্দ করছে ,
কিছু ধনী ব্যক্তিরা আবার সভ্যতাকে মাঝে মাঝে হাতিয়ার করছে ,
নতুন কাপড় গয়না , সু-স্বাদু খাবারের প্রলোভনও দিচ্ছে ।
সভ্যতাও জানে ,এই বস্ত্র , গয়না যদি সে পরে
তবে এই মনুষ্যজাতিই আবার একদিন তাকে নগ্ন করবে ।
তাই সে ফিরিয়ে দেয় মনুষ্যজাতির দেওয়া খাবার , বস্ত্র ।
ঘর থেকে বেরিয়ে সে আজ পথে ঠাঁই দাঁড়ানো ।
ঝড় , বৃষ্টি মাথায় নিয়ে সে অপলকে দেখে যাচ্ছে ,
ক্ষমা , অনুতপ্ত , লজ্জা , ঘৃনা , প্রেম ভালোবাসা
মনুষ্যজাতির ভেতর থেকে কি ভাবে বিলুপ্ত হচ্ছে ।
সভ্যতা যে আজ রাস্তায় দাঁড়িয়ে পুরো নগ্ন ।


শিল্পী চৌধুরী শিল্পী চৌধুরী Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.