ফারহানা খানম

পরিচিতি  






অদৃশ্য জোয়ার


একই অনুষঙ্গের উদ্দিপকে মেতেছিল 
আমার বোধ আর সত্ত্বা 
প্রবল স্রোতের মুখে যেমন দুলে ওঠে 
পাহাড়ি নদী, তেমনি তুমুল ছন্দ। 
চাঁদের আলোয় চন্দ্রমল্লিকার উচ্ছলতা 
প্রাণ এনেছিল গভীর শূন্যতায় 
তবুও জলের বুকে উইপিং উইলোর ছায়াটা 
অটল আর বুক কেটে কেটে 
গভীরে পৌঁছে দিল ওর কান্না। 
ফিকে চাঁদ তা অনুবাদ করে দিয়েছিল 
হেমন্ত শিশিরের ঠোটে। 
তবু অনিত্য সময় ঘুরপাক খেয়ে নিল 
নির্বান আর নির্বাপণের ঘুর্নিপাকে। 
আশা পরমার্থ লাভ 
তবুও একটা পৌষের হিমেল হাওয়া 
অবসাদ আর উন্মত্ততায় জড়াজড়ি করে থাকে 
কিশোরী শরীরে জোয়ার এলে যেমন 
সেঁটে থাকে অদৃশ্য ঘোর।  
অস্থির সময়ে বিষাদের ছায়া আরো স্পষ্ট হয় 
অবয়বে তুমি কি বুঝেছিলে
বাতাসে ছড়িয়ে ছিল নির্যাসের আফসোস!




ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.