অলক বিশ্বাস

পরিচিতি








চিলেকোঠা



কেউ যদি ভুলে যায়, দু’চোখে তাকেই মরি খুঁজে
গোলাপে ভীষণ ভয় তবুও স্পর্শ করি চোখ বুজে

আহা! প্রেম, সুখ আমার, রেখেছি দেখো বুক জুড়ে
অতলান্ত বিষন্ন ‌আঁধার নিশ্চুপ তুমিও আর কত দূরে ?

এতো গলি যায় কি খোঁজা একটা রাতের উপুড় পথে
চিলেকোঠায় দাঁড়িয়ে থেকো কান্না চেপে হোক না তফাতে।





অলক বিশ্বাস অলক বিশ্বাস Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.