পরিচিতি আফসোস.. বহুদিন লাল রঙকে নীল করা হয়না এই ঘর থেকে ঐ ঘরে বহুদিন পথে হাঁটা হয়না এই শহর থেকে ঐ শহরে, বহুদিন দেখে কাঁদা হয়না এই চোখ থেকে ঐ চোখে, শুধু মৌন সন্ন্যাসীর মতো পথ চেয়ে বসে থাকা, এই ভালোবাসা থেকে ঐ ভালোবাসার ধ্যানে"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন